বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুষ্ঠু নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রার্থিতা বাতিল : ইসি রাশেদা

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ বেশি আসলে এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন ২০ হাজার থেকে ১ লাখ টাকা জরিমানা এমনকি প্রার্থিতাও বাতিল করে দেয়া হতে পারে। তিনি আরও বলেন, অস্থিতিশীল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা নির্বাচন করবেন তাদের প্রতি নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন।

আজ (২৩ ডিসেম্বর)শনিবার বিকাল ৩টার দিকে সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ছয়টি আসনের নির্বাচনের প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম সহ সকল আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উ স // জ

সম্পর্কিত