বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

নীলফামারী জেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি :নীলফামারীতে জেলা বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মার্চ সোমবার দুপুরে নীলফামারী স্কাইভিউ চাইনিজ হোটেলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি সোয়াহেল পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ,খ,ম আলমগীর সরকার, বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডিমলা বিএনপির সভাপতি ও জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর সেপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারন সম্পাদক নাসরিন আক্তার , জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা,
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, ডোমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, নীলফামারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ।। সভায় দেশের সার্ভিক চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন নেতৃবৃন্দ।

সম্পর্কিত