মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় নিহত ১

মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কৃষ্ণ রবিদাস (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২রা এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা সদরে বদলগাছী ব্রীজ সংলগ্ন এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত কৃষ্ণ রবিদাস নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমনী রবিদাসের ছেলে ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।

জানা যায়, মঙ্গলবার অটোরিকশা যোগে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন কৃষ্ণ। বদলগাছী সদরে ব্রীজের পাশে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস এসে অটোরিকশাতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে কৃষ্ণ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নওগাঁ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গণ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) মাহবুবুর আলম বলেন, দূর্ঘটনায় আহতের পর উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত