শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রাজশাহী কলেজ শিক্ষার্থীর

উত্তরবঙ্গ ডেস্কঃ রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন একটি ছাত্রীনিবাসে মোছা. মিমি (২৫) নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে ওই ছাত্রীনিবাস থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিমি  নগরীর কাদিরগঞ্জ এলাকার সাইফুদ্দিনের স্ত্রী ও রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বোয়ালিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, নগরীর কাদিরগঞ্জ এলাকার জুবায়ের ছাত্রী নিবাসে থেকে মিমি পড়াশোনা করতো। পারিবারিক কলহের জের ধরে মিমি গলায় ফাঁস দেন। বিষয়টি ওই ছাত্রীনিবাসের অন্যান্য শিক্ষার্থীরা জানতে পেরে নগরীর বোয়ালিয়া থানায় জানায়। পরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ ওই ছাত্রী নিবাসে এসে মিমিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোস্ট মর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বোয়ালিয়া থানা পুলিশ।

সম্পর্কিত