সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁও ‎হরিপুরে দুর্নীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রী জিত,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ“রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, হরিপুরের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা ঠাকুরগাঁও’র সহযোগিতায় উপজেলা হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎বুধবার (২১ মে ২০২৫ ইং) সকাল সাড়ে ১০:০০ ঘটিকায় উপজেলার প্রধান প্রধান সড়কে র‍্যালী শেষে শিক্ষা অফিসার রায়হানুল হক মিয়া এর সভাপতিত্বে  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‎বির্তক প্রতিযোগিতার বিষয় ছিলোঃ
‎(ক) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা।
‎(খ) রাজনৈতিক সদিচ্ছার অভাবই দুর্নীতিকে সহনীয় মাত্রায় নিয়ে আসার প্রধান অন্তরায়।

‎বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদক্ষ বিচারক মন্ডলী, ডা.মো. সোহাগ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি  হাসপাতাল হরিপুর ঠাকুরগাঁও, মো. দেলোয়ার হোসেন মানিক, সেক্রেটারি, দুর্নীতি প্রতিরোধ কমিটি হরিপুর,মো. আব্দুর রশিদ, সেক্রেটারি হরিপুর প্রেসক্লাব, হরিপুর।
‎আরো উপস্থিত ছিলেন আলহাজ্জ মো.আবু তাহের,সা.সম্পাদক, উপজেলা বিএনপি, মো. রফিকুল ইসলাম চেয়ারম্যান হরিপুর সদর ইউপি,
‎হরিপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ০৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন মানিক সেক্রেটারি দুর্নীতি প্রতিরোধ দমন হরিপুর -ঠাকুরগাঁও। বিতর্কে প্রথম স্থান অধিকার করেন হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও দ্বিতীয় স্থান অধিকার করেন কাঁঠালডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়।
‎বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রায়হানুল হক মিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হরিপুর ঠাকুরগাঁও।উপস্থিতি ছিলেন ইলেকট্রনিক মিডিয়ায় ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ।


সম্পর্কিত