সাঘাটা(গাইবান্ধা) নিজস্ব প্রতিনিধিঃ জ্ঞানের ভুবন আল মাহাদ ওপর ইবনুল খাত্তাব (রাঃ) মডেল মাদরাসায় সন্ত্রশীদের হামলা বিপাকে শিক্ষক/শিক্ষার্থীরা,শিক্ষার্থীদের মানববন্ধন করেন।গত ৩১শে জানুয়ারী ২০২৫ইং তারিখে গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলার জ্ঞানের ভুবন আল মাহাদ ওপর ইবনুল খাত্তাব (রাঃ) মডেন মাদরাসায় সকাল ১১.০০ ঘটিকা থেকে সন্ত্রাশীরা পূর্ব -পরিকল্পিতভাবে হামলা করে।জানা যায় জ্ঞানের ভুবন আল মাহাদ ওপর ইবনুল খাত্তাব (রাঃ) মডেন মাদরাসা জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে একদল সন্ত্রাশী বাহিনী জোরপূর্বক জ্ঞানের ভুবন আল মাহাদ ওপর ইবনুল খাত্তাব (রাঃ) মডেন মাদরাসার জমিতে ধান লাগাতে বাধা দেয়।ধান লাগানো কে কেন্দ্র করে সস্ত্রাশী বাহিনীর দল শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে এলোপাতারী মারধোরসহ আসবাবপত্র ভাংচুর ও শিক্ষক/ছাত্র/ছাত্রীদের উপর মারপিট শুরু করে।নিম্নের ব্যক্তিগন আঘাতপ্রাপ্ত হন।আঘাত প্রাপ্ত শিক্ষক ও ছাত্রীঃ-১. মনিকা (হিফজ বিভাগ) (১৩)২.মাসুমা সুমাইয়া (ষষ্ঠ শ্রেণী (১৪),৩.তাসলিমা (অষ্টম শ্রেনী)১৪ ৪. নুসরাত হিফজ বিভাগ)(১২),৫.হাদিয়া (অষ্টম শ্রেনী)১৪৬. মুব্বাসসিরা-শিক্ষক,৭.মাহফুযা শিক্ষীকা।সন্ত্রাশী হামলায় ক্ষয়ক্ষতির পরিমান নিম্নরুপঃ ক্ষতিগ্রন্থের পরিমাণঃ থাই গ্লাস জানানার ৫৮টি * সিডির ০৪টি * ইজি বাইক গ্লাস ০১টি * পিক আপ গাড়ী ০১টি * ০৫ গেট * ওয়াস রূমের টেপ * একটি টিনের ঘর * সিসি ক্যামেরা ও ক্যাবল *৪২” singer এর মনিটর ০১টি * টেবিল চেয়ার * পাঠ্য পুস্তক * ডাইনিং এর হাড়ি পাতিল আরো অনেক কিছু।জ্ঞানের ভুবন আল মাহাদ ওপর ইবনুল খাত্তাব (রাঃ) মডেন মাদরাসায় নিম্ন ব্যক্তিগন সন্ত্রশী হামলা চালায়।১.মোঃ সাইদুর রহমান,২. মোঃ হেবাতুর,৩. মোঃ নজরুল ইসলাম,৪. মো: আবু হান্নান,৫. মোঃ আলম মিয়া ,৬. মো: আবুল কালাম,৭. মোঃ আব্দুল মোমেন,৮. মোঃ আজিজার রহমান, ৯. মোঃ মিশন মিয়া পিতা মোঃ নিজামল, ১০, মোঃ ওবায়দুল্লাহ, ১১. মোঃ রুবেল শিয়া , ১২. মোঃ জোমাটা -শফিকুল, ১৩. ভিক্ষু, ১৪. ভিক্ষুর ভাই-, ১৫. জহুরুল ইসলাম-জঞ্জালু, ১৬. আসাদুল মাষ্টার,১৭,মোঃ মাসুদ হোসেন,১৮, মোঃ ইব্রাহিম হোসেন,১৯. মোছাঃ সেরেনা স্বামী মোঃ ইব্রাহিম হোসেনসহ আরো ও অজ্ঞাতো অনেকে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে প্রায় পনের লক্ষ টাকার আসসাবপত্র ক্ষয়ক্ষতি করে।পরে সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম এর নেতৃত্বে তার থানার টিম ঘটনাস্থলে পৌছে পরিবেশ শান্ত করলে বিকালে আবার বিরোদী দল হামলা চালায়।৩১শে জানুয়ারী ২০২৫ইং তারিখে রাতে মোবাইলে সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম কে জানালে তিনি নিজে তার টিমসহ সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থলে নিজে পরিদর্শন করেন।সকল ঘটনার বিবরণ শোনার পরে তিনি বলেন অভিযোগ দিলে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।০১/০২/২০২৫ইং তারিখে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।শিক্ষার্থীরা বলেন তাদের নিরাপত্তা নিশ্চিতসহ শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান রাখতে হবে এর জন্য আইনের আশ্রয় চায় তারা।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।