বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

চতুর্থবারের মতো ডিএমপি’র শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর আকাশ

ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান আকাশ।

রবিবার ডিএমপি’র কমিশনার হাবিবুর রহমান সাব-ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান আকাশ কে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত করে পুরস্কার তুলে দেন।

জানা যায় -মিরপুর মডেল থানায় দীর্ঘদিন ধরে দক্ষ ও মানবিক পুলিশিং সেবার মাধ্যমে কর্মরত রয়েছেন সাব- ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান আকাশ। সাজাপ্রাপ্ত আসামী আটক, হত্যা মামলার রহস্য উদঘাটন, বিট পুলিশিং সহ তার রয়েছে মানব সেবায় অনেক অবদান।

এছাড়াও এই দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা গত তিনবার ডিএমপি থেকে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য,এই গর্বিত পুলিশ কর্মকর্তা “বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের” সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সম্পর্কিত