রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রাম ৩দিন ব্যাপী ইজতেমার জুম্মার নামাজে মানুষের চল।

মোঃরাজু আহমেদ কুড়িগ্রাম :
আজ শুক্রবার জুম্মার নামাজে মানুষের চল নেমেছে ইজতেমা ময়দানে,কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হচ্ছে। সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ে আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই ইজতেমার আয়োজন করেছে বাংলাদেশ মুজাহিদ কমিটি। আগামীকাল বৃহস্পতিবার দুপুর থেকে এই ইজতেমা শুরু হয়েছে বলে তারা জানিয়েছে

ইজতেমার ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল মোমিন জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমার পর বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই ইজতেমা উত্তরবঙ্গের মুসলিম উম্মাহর সব থেকে বড় জমায়েত। তিন দিনব্যাপী ইজতেমায় চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমসহ দেশবরেণ্য আলেমরা বয়ান পেশ করবেন। আজ বুধবার সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। মুসল্লিদের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিনা মূল্যে মেডিকেল চেকআপের ব্যবস্থা রাখা হয়েছে।

পীর সাহেব বলেন কুড়িগ্রাম এ এটা অনেক বড় একটা ইসলামিক আয়োজন, এই আয়োজন কুড়িগ্রাম এ গর্ব।
আগামী রবিবার ১১/০২/২০২৪ তারিখ সকালে আখেরি মুনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে বলে তিনি জানান।

সম্পর্কিত