নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রাম জেলার উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৪ মার্চ ২০২৪ রাত আনুমানিক ০৯.৪৫ ঘটিকার সময় উলিপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের জোনাইডাঙ্গা খাওনার দরগার গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ সোহেল মিয়া (২৭) এর বসতবাড়ি থেকে ৭ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।