রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাবিতে গ্রীন ভয়েসের ইদ পূর্বমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাইসুল ইসলাম নোমান : পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের সাংগঠনিক কার্যক্রম কে গতিশীল করতে ২১ মার্চ বিকেল চার ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের ২য় তলায় সংগঠন টির ইদ পূর্বমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা টি গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর সহ সভাপতি স্থপতি ইকবাল হাবিব। প্রধান অতিথির বক্তৃতায় ইকবাল হাবিব বলেন ” গ্রীন ভয়েস সারা বাংলাদেশে পরিবেশের জন্য কাজ করে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যি প্রসংশার দাবি রাখে। শুধু পরিবেশের জন্য নয় গ্রীন ভয়েসের প্রতিটি সদস্য কে একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে”। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির। এছাড়াও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর সহ সমন্বয়ক আরিফুর রহমান, সাকিল কবির, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সামাদ প্রধান, আলী আহসান, তিতলি নাজনিন, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েসের সভাপতি আব্দুল কাদের জিলানী সহ গ্রীন ভয়েসের বিভিন্ন ইউনিটের সদস্য বৃন্দ। ইদ পূর্বমিলনী ও আলোচনা সভা টি ইফতার আয়োজনের মাধ্যমে শেষ হয়।

সম্পর্কিত