নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসর জনগোষ্ঠীর অধিকতর অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ হলরুমে আরডিআরএস কোর কমপ্রেহিনসিভ প্রোগ্রামের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জঈ, উপজেলা সমবায় অফিসার শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হোসেন, উপজেলা প্রোকৌশলী জুলফিকার আলী এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার (প্রটেকশন অ্যান্ড ইনক্লুশন) জাহিদা মুশতারী, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার ধনেশ্বরী রাণী ও কমিউনিটি মবিলাইজার মনোরঞ্জন সরকারসহ সংশ্লিষ্টরা।
কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর থেকে অনগ্রসর জনগোষ্ঠী কীভাবে এবং কোন উপায়ে সরকারি সেবা গ্রহণ করতে পারবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের সেবা কার্যক্রম তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।
কর্মশালায় ইউনিয়ন ফেডারেশন প্রতিনিধি, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে সরকারি সেবার আওতায় আনতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং এ ধরনের কর্মশালা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











