বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রজব, ১৪৪৭ হিজরি

দীপু চন্দ্র দাশকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ॥

ময়মনসিংহ জেলার ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাশকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখা। সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চলা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অশোক শিকদার, সাধারণ সম্পাদক বাসুদেব প্রামানিক, সহসভাপতি দীলিপ কুমার মজুমদার, দৌতম বিশ্বাস, বাসুদেব মন্ডল, রাজীব চৌধুরী, সুর্য কুমার শিকদার বক্তৃতা করেন।

বক্তারা এ সময় বলেন, এই সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে। আজকে সারাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। দিপু দাশকে যেভাবে হত্যা করা হয়েছে তা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। অবিলম্বে দিপু দাশসহ সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিচার করতে হবে।

সম্পর্কিত