মাসুদ পারভেজ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারী উপজেলা শুভসংঘ কমিটির উদ্যোগে একটি পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রৌমারী উপজেলা প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শুভসংঘ রৌমারী উপজেলা কমিটির সভাপতি মাসুদ পারভেজ রুবেল।
আলোচনা সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা, শীতকালীন মানবিক কার্যক্রম, সামাজিক সচেতনতামূলক উদ্যোগ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন শুভসংঘ রৌমারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার লেবু। তিনি বলেন, শুভসংঘ একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শীত মৌসুমে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমরা সম্মিলিতভাবে কার্যকর কর্মসূচি গ্রহণ করব। একই সঙ্গে তরুণ সমাজকে সামাজিক কাজে আরও সম্পৃক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শুভসংঘের ভূমিকা আরও জোরদার করা হবে। সকল সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, শাহ আলম, সোলাইমান হোসেন, মিশুক মিয়া, মেহেদী হাসান ও রাহিম রেজওয়ান ।
বক্তারা বলেন, শুভসংঘের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। শীতকালীন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে সংগঠিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, নিয়মিত পরিকল্পনা সভার মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করলে শুভসংঘ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শুভসংঘ কমিটির অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।











