বৃহস্পতিবার, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার সম্পদ ভস্মিভূত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ী শহরের ছোট নূরপুর এলাকায় অবস্থিত তুলা উৎপাদনকারী  প্রতিষ্ঠান এন.কে এন্টারপ্রাইজে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ৫০ লক্ষ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।

প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী  মোঃ এমরান হোসাইন কাজল বলেন, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে তিনি অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান। এরপর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু অগ্নিকান্ডের তীব্রতা এতটাই যে ওই ফ্যক্টরীর কোন কিছুই শেষ অবধি রক্ষা করা সম্ভব হয়নি।

তিনি জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠানটি শুরু করে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাচ্ছিল। ২০/২৫ জন শ্রমিক এই প্রতিষ্ঠানে কর্মরত ছিল। এখানে গার্মেন্টস’র ওয়েস্টেজ রিসাইক্লিং করে তুলা ও টিস্যুর উপাদান প্রস্তÍত করা হতো।

তিনি অভিযোগ করে বলেন, আগুনের মাত্রা এতটাই প্রখর ছিল যে তার প্রতিষ্ঠানের ৩ টি অটো মেশিন এর পার্টস গুলোও সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ধারণা করা হচ্ছে গান পাওডার জাতীয় কোন উপাদান দিয়ে পরিকল্পিতভাবে কোন দুস্কুতিকারী এ অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে।
তিনি জানান, অগ্নিকান্ডে ফ্যাক্টরীতে থাকা ওয়েস্টেজ ক্লথ (ঝুট), রক্ষিত শিমুল তুলা, ৩ টি অটো মেশিন ও স্থাপনা সহ কমপক্ষে ৫০ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সরেজমিন ক্ষতিগ্রস্থ ফ্যাক্টরী পরিদর্শনকালে দেখা যায়, ওই সময়ও সেখানে আগন শিখা দীপ্যমান ছিল।
এলাকাবাসী জানান, এ ঘটনার সাথে যারাই জড়িত থাকনা কেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা দরকার।

সম্পর্কিত