বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রক্তদানেই আসুক প্রকৃত স্বাধীনতা: বিজয় দিবসে ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র অঙ্গীকার

মোঃ নোমান খান, ঢাকা প্রতিনিধি:

মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে মানবতার সেবায় নতুন অঙ্গীকার ব্যক্ত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’। ১৬ই ডিসেম্বর সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন রক্তদাতাদের বীরত্ব ও সেবামূলক কাজের গুরুত্ব তুলে ধরেন।
​বিজয় দিবসের তাৎপর্য এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “১৯৭১ সালে বীর শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই দেশ স্বাধীন করেছেন। তাঁদের সেই আত্মত্যাগের রক্ত ছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য। আর আজ আমরা রক্ত দিচ্ছি মানুষের জীবন বাঁচানোর জন্য। রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের বিজয় দিবসের প্রকৃত চেতনা।”
​তিনি তাঁর বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন:
​মানবতার সেবা: তিনি উল্লেখ করেন যে, মুমূর্ষু রোগীর প্রয়োজনে রক্ত সরবরাহ করা কেবল একটি কাজ নয়, এটি একটি নৈতিক দায়িত্ব।
​তরুণ প্রজন্মের ভূমিকা: তরুণদের উদ্দেশে তিনি বলেন, “বিজয় মানে শুধু উৎসব নয়, বিজয় মানে দায়িত্ব। প্রতিটি সুস্থ সবল তরুণের উচিত নিয়মিত রক্তদানে এগিয়ে আসা।”
​সংগঠনের লক্ষ্য: ২০২৫ সালের মধ্যে দেশের প্রতিটি প্রান্তে রক্তদাতার নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার এবং কোনো রোগী যেন রক্তের অভাবে মারা না যায়, সেই লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
​অনুষ্ঠানে মোহাম্মদ জসিম উদ্দিন সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ রক্তদাতাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আমাদের এই ছোট প্রচেষ্টা যদি একটি প্রাণও বাঁচাতে পারে, তবেই আমাদের বিজয় সার্থক হবে।”
​আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।

মোহাম্মদ জসিম উদ্দিন আবেগঘন কণ্ঠে বলেন, “ফেসবুকে বা রাজপথে শুধু বিজয় মিছিল নয়, আসুন হাসপাতালের বারান্দায় রক্তহীনতায় ধুঁকতে থাকা মা-বোনের পাশে দাঁড়াই। রক্ত দিন, জীবন বাঁচান—বিজয়ের আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে।”
​অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান যেন তারা এই মানবিক সংগঠনের পাশে দাঁড়িয়ে এর কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করেন।

সম্পর্কিত