বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মহান মর্যাদায় বিজয় দিবস পালিত ও মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন উলিপুর উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন উলিপুর উপজেলা প্রশাসন। (১৬ ডিসেম্বর ২০২৫ ইং) রোজ মঙ্গলবার সকাল ৬:৩০ টায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্টোডিয়াম মাঠে সকাল ৯ টায় উলিপুর উপজেলার নবাগত নিবার্হী অফিসার মোঃ মাহামুদুল হাসান কয়েক টি কবুতর ও বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মাহামুদুল হাসান সহ উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা নবাগত
অফিসার ইনচার্জ এসআই পুলিশ সদস্য আনসার , ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অডিটরিয়াম হল রুমে মুক্তিযোদ্ধের নিজ হাতে ফুল দিয়ে সংবর্ধনা করেন। তিনি তার বক্তব্যে জানান মুক্তিযোদ্ধাদের ছাড়া এ দেশ স্বাধীন করা যেত না মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের কাছে আমরা চিরো রিনি আমি এ উপজেলায় দায়িত্ব থাকাকালীন কোন মুক্তিযোদ্ধাদের কেউকে অপমান সহ্য করা হবে না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধাগণ স্বাগত জানান। আলোচনা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে নিজ হাতে ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন একটি করে কম্বল বিতরণ করেন।। উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধাদের জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত