রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালী
করণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে রৌমারী ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ডিসেম্বর) সকাল ১০ টায় রৌমারী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ।আরও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার আবু সাইদ, ফিল্ড ফ্যাসিলিটর আব্দুল মালেক ,রিভার প্রকল্পের ফিল্ড অফিসার শাহ মোঃ আব্দুল মোমেন, ইউনিয়ন পরিষদের সদস্য সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন,
রৌমারীতে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। ইউনিয়নের ৪,৫, ৬ ও ৯ নং ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন করা খুবই প্রয়োজন যেন দুর্যোগে দ্রুত মানুষের পাশে দাড়ানো যায়।এধরনের সভা নিয়মিত আয়োজন করার জন্য ফ্রেন্ডশীপকে ধন্যবাদ জানান। প্রোগ্রাম অফিসার আবু সাইদ বলেন ,দুর্যোগ প্রবন কান্দাপাড়া এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্য কাঠের সেতুর স্থলে স্থায়ী নির্মাণ করা দরকার।সভায় বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিভার প্রকল্পের কার্যক্রম নিয়েও আলোচনা করা হয় ।













