বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পীরগাছায় নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে ও অবস্থান কর্মসূচি

সাখাওয়াত হোসেন সুজন পীরগাছা (রংপুর ) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করছে।

দায়িত্ব পালন থেকে বিরত থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয়ের সামনে কর্মবিরতিতে সকলে একযোগে অংশ গ্রহণ করে।

কর্মবিরতিতে পরিবার কল্যাণ পরিদর্শকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন। এতে তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সাপ্তাহ বর্জনের ঘোষণা দেন।

কর্মবিরতিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ একরামুল হক ,ছাওলা ইউনিয়ন ও পীরগাছা সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোছা:রিক্তা বেগম প্রমুখ।

৩রা ডিসেম্বর কর্মসুচি পালন করতে গিয়ে তাদের দাবি সমুহ প্রকাশ করতে গিয়ে বক্তব্যতে বলেন, পরিবার কল্যান কর্মীরা প্রসুতি স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরী দের প্রজনন স্বাস্থ্য সেবা, পুস্টিসেবা,টিকাদান কর্মসুচি সহ নানান বিষয়ে জনসাধারণকে নিয়মত সেবা দিয়ে আসছেন।অথচ তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও তাদের পদন্নোতি নাই।তাই দ্রুত নিয়োগ বিধি ২০২৪ বাস্তবায়নের দাবিতে তাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি।

সম্পর্কিত