শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম,বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

জিংক সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে (৩ ডিসেম্বর) বুধবার ২০২৫ সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং বড়বাড়ি ইউনিয়ন পরিষদ ও বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হারভেস্ট প্লাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের উপকারিতা ও অভাবজনিত লক্ষণ, ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় মোট ৩২৪ জন কিষানীকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে প্রতি কিষাণীকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ করা হয়েছে। অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, রিঅ্যাক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবীর, আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার (কৃষি ও পরিবেশ) কৃষিবিদ রবিউল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বালিয়াডাঙ্গী এর প্রজেক্ট অফিসার মসনুজ পারভেজ প্রমূখ।

সম্পর্কিত