রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রৌমারীতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসুদ পারভেজ ষ,রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

“ইংরেজি শিখো – বাংলা সমৃদ্ধ করো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রৌমারী উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ২৫ অক্টোবর সকাল ১০টায় উপজেলা হলরুমে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে রৌমারী মহিলা কলেজের সহকারি অধ্যাপক এমএ ছামাদ খাঁন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, উপদেষ্টা, রৌমারী সরকারী কলেজের সহকারি প্রভাষক আঞ্জুমান আরা,মোঃ মনছের আলী,সিনিয়র প্রভাষক রৌমারী মহিলা ডিগ্রী কলেজ,
আকতারুজ্জামান সিনিয়র প্রভাষক রৌমারী মহিলা ডিগ্রী কলেজ, ফরিদ উদ্দিন সিনিয়র প্রভাষক যাদুরচর মডেল কলেজ,রৌমারী কেরামতিয়া আর্দশ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহমুদা আক্তার স্মৃতি,হারুন অর রশিদ অবসরপ্রাপ্ত প্রদর্শক রৌমারী সরকারী কলেজ ,রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রিজু,সমাজ কর্মী এস,এম,এ মোমেন সমাজকর্মী মহির উদ্দিন মহির প্রমুখ।বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দু’ গ্রুপের মধ্যে “টাকায় সুখ কেনা যায় না” বিষয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়,এতে অংশ গ্রহন করেন ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ। মডারেটরের দায়িত্ব পালন করেন রৌমারী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল আউয়াল,বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম সিনিয়র প্রভাষক ফরহান আলী ,সিনিয়র প্রভাষক যাদুরচর ডিগ্রী কলেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান ফেরদৌস ও হারূন অর রশিদ তুহিন পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত