রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের উলিপুরে ‘ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আশার স্তম্ভের উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্ব শিববাড়ী গ্রামের ঈদগাহ মাঠে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। এসব আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটিতে এক ধর্মীয় ও শিক্ষামূলক আবহ সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকরেন। অংশগ্রহণকারীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উলিপুর মসজিদুল হুদার খতিব মাওলানা মোঃ আনসার আলী । বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালতীবাড়ী দিগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উলিপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন, কামাল খামার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, কৃষ্ণমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মাওলানা শাহিদুল ইসলাম, নাজিরেরটারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সবুজ, জনাব জোনায়েদ কামাল, আশরাফুল আলম, আব্দুল মোত্তালিব সহ আরো অনেকে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ‘ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব’ তুলে ধরে আলোচকেরা বলেন, “ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের প্রথম যে আয়াত মানবজাতির কল্যাণের জন্য অবতীর্ণ করেছেন, তা ছিল শিক্ষা অর্জনের নির্দেশ স্বরুপ। আর অবতীর্ণকৃত প্রথম শব্দ ছিল ‘ইকরা্’ যার অর্থ পড়।”

অনুষ্ঠান শেষে সারা মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

সম্পর্কিত