সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে দুই মাথা ও চার চোখ বিশিষ্ট বাছুরের জন্মে এলাকায় চাঞ্চল্য

আহসান হাবিব রুবেল স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া রাজাগাঁও ইউনিয়নের খরমখাদ দিঘির উত্তর পাশে কালেকসর গাঁও গ্রামে এক বিরল বাছুরের জন্ম হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মোঃ ফয়জুর রহমান(৪৮) নামের এক কৃষকের গরু সম্প্রতি জন্ম দিয়েছে একটি অস্বাভাবিক আকৃতির বাছুরের, যার রয়েছে দুটি মাথা, দুটি মুখ, চারটি চোখ এবং চারটি পা। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) দুপুরে বাছুরটির জন্মের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষজন ভিড় জমাতে শুরু করেন ফয়জুর রহমানের বাড়িতে। অনেকেই বিস্ময় প্রকাশ করে একে ‘প্রকৃতির লীলা’ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে জন্মগত ত্রুটি হিসেবে ব্যাখ্যা করছেন। বাছুরটির মালিক ফয়জুর রহমান জানান, তার গাভী স্বাভাবিকভাবেই গর্ভধারণ করেছিল। তবে বাছুরটির জন্মের পর তিনি নিজেই হতবাক হয়ে যান। বর্তমানে বাছুরটি বেশ দুর্বল অবস্থায় রয়েছে, তবে তিনি প্রাণপণে সেটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। দেখা গেছে, বাছুরটির শরীরের অন্যান্য অংশ স্বাভাবিক থাকলেও মাথার অংশে রয়েছে স্পষ্ট দুটি মুখ ও চারটি চোখ, যা একে অস্বাভাবিক করে তুলেছে। এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল হলেও আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে sporadic(বিক্ষিপ্ত) ভাবে ঘটেছে বলে জানান চিকিৎসকরা।

সম্পর্কিত