রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে ‘আলো ছায়া চা সমবায়’ ও টি প্যাকেট উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় উদ্বোধন করা হয়েছে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র উদ্যোগে গ্রীন টি প্যাকেট, আর্থোডক্স ব্ল্যাক টি প্যাকেট এবং আলো ছায়া চা উৎপাদন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ২নং চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামে “গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড”-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল ইসলাম (হিরু)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হক সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম রেজা হাসান, কান্ট্রি ম্যানেজার, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া (বাংলাদেশ), এবং মো. আরিফ খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড়।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আমির হোসেন, উন্নয়ন কর্মকর্তা, বাংলাদেশ চা বোর্ড (আঞ্চলিক কার্যালয়, পঞ্চগড়); এ.কে.এম. জাহাঙ্গীর আলম, জেলা সমবায় কর্মকর্তা, ঠাকুরগাঁও; মো. নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা; মো. শরিফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা; এবং মো. শাহিন আলম, সভাপতি, বালিয়াডাঙ্গী চা কল্যাণ সমিতি।

এছাড়াও উপস্থিত ছিলেন আলো ছায়া ক্ষুদ্র চা উৎপাদন বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মোছা. সুইটি আক্তার, স্থানীয় চা চাষি, শ্রমিক ও বাগান সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগ ক্ষুদ্র চা উৎপাদকদের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত