রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও জেলা সফর করছেন-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শ্রী জিত, স্টাফ রিপোর্টার্স ঠাকুরগাঁও প্রতিনিধি:

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে কারবালা মিনি স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিতে

মিজা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের পরিপত্র জারি করেছে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথ মসৃণ করবে ও সুন্দর করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। সেই গণতন্ত্রের ধারাবাহিক অব্যাহত রাখতে হবে।
এছাড়া আগামী জাতীয় নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রয়াত বাবা মির্জা রুহুল আমিন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-২ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, হরিপুর উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন, সিনিয়র সহসভাপতি ইসমাঈল হোসেন ও সাধারণ সম্পাদক আবু তাহের ৬নং ভাতুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মনোয়ার হোসেন সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত