রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ইউপি সদস্যকে গুলির চেষ্টার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে সাইদুর রহমান মোস্তাক মেম্বার (৫০) নামে এক ইউপি সদস্যকে গুলির চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ডিগ্রীরচর চাঁদপুর গ্রামের আঃ রাজ্জাক খন্দকারের ছেলে।

মঙ্গলবার ( ১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার ডিগ্রীরচর চাঁদপুর গ্রামের বসতবাড়ীর পাশে কলা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য সাইদুর রহমান মোস্তাক মেম্বার বলেন, সকাল ১১ টার সময় আমি আমাদের বাড়ির পার্শ্ববর্তী আমার কলার বাগানে ফরহাদ কাজীর ট্রাক্টর দিয়ে আমার জমি চাষ করাচ্ছিলাম। পুর্ব বিরোধের জের ধরে গোয়ালন্দ উপজেলার উজানচর লাল স্কুলের পাশের আলাউদ্দিন মৃধার ছেলে সুজন (৩৮) ও উজানচর ময়েজ উদ্দিন মোল্লা পাড়া (আবুলের দোকান) এলাকার মৃত সোবাহান মোল্লার ছেলে মানিক (৩৫) একটি মোটর সাইকেলযোগে আমার জমির পার্শ্বে আসে। আমাকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র লোড করতে থাকে। ট্রাক্টর চালক তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র লোড করতে দেখে আমাকে জানালে আমি আর্তচিৎকার করি। এসময় শারমিন সুলতানা, রেনু বেগম রলি বেগমসহ আশেপাশের লোকজন এগিয়ে আসে। তখন তারা সুযোগ পাইলেই আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে খুন করে লাশ গুম করে ফেলিবে মর্মে হুমকি দিয়ে দ্রæত মোটরসাইকেল যোগে চলে যায়।

তিনি বলেন, এ বিষয়ে রাজবাড়ী সদর থানা, পুলিশ সুপার ও রাজবাড়ী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, আমি বাইরে আছি, অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত