সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ডেমাজানিতে ভূমি অফিস নির্মাণে বাঁধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের সুদীর্ঘ তিন শতাব্দীর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বলিহার রাজার কাচারী বাড়িতে সরকার নির্ধারিত স্থানে ভূমি অফিস নির্মাণ কাজে বাঁধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার(১৪অক্টোবর) বিকালে ডেমাজানী কাচারী বাড়ি এলাকায় এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার শতাশত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
সরকারি কমর উদ্দিন ইসলামিয়া মহাবিদ্যালয় এর অধ্যক্ষ আ ন ম শফিকুত তারিক মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডেমাজানি গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, ডেমাজানি গ্রামের সন্তান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজা, অধ্যাপক অরুন কুমার সরকার, সহ অধ্যাপক মহাতাব উদ্দিন সন্টু,
ডাক্তার মেহেরুল আলম মিশু, ডেমাজানি গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের সভাপতি  আব্দুল্লাহ  বিন আইয়ুব ছোটন, কুন্দইশ গ্রামের বাদশা মিয়া, ডেমাজানি গ্রামের জামাল উদ্দিন মোল্লা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও ডেমাজানি গ্রামের  সন্তান বিপুল মোল্লা রানা,
ডেমাজানি গ্রামের এম আর মানিক, কুন্দুইশ গ্রামের মনোয়ার হোসেন টোটন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও পরান বাড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম, মাড়িয়া গ্রামের জহুরুল ইসলাম মাস্টার, ফুলকোট গ্রামের আরিফ সরকার টিয়া, সাইফুল ইসলাম, গোবিন্দপুর গ্রামের আ রহিম মিন্টু, রাধানগর গ্রামের আব্দুল হামিফ
ফুলকোর্ট গ্রামের রবিউল হাসান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার অনুমোদিত জায়গায় ভূমি অফিস নির্মাণের প্রক্রিয়া শুরু হলে কিছু নেতার কুচক্রী মহল তা বন্ধের চেষ্টা চালাচ্ছে। এতে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে যারা বাধা দিচ্ছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।”
বক্তারা আক্ষেপের সুরে জানান, ১৮২৩ সালের নওগাঁ জেলার জমিদার বলিহার রাজা খাজনা আদায়ের সুবিধার্থে ৯৮ শতক জমির উপরে ঐতিহ্যবাহী কাচারী বাড়িটি নির্মাণ করেন।
ইতিপূর্বে এই এলাকা থেকে চুরির অভিযোগে অগ্রণী ব্যাংকের একটি শাখা কে স্থানান্তর করে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ভূমি অফিস নির্মাণের জন্য ইতোমধ্যে ডেমাজানী কাচারী বাড়ির সরকারি জায়গায় লে-আউট সম্পন্ন করা হয়েছে।

সম্পর্কিত