সুকমল চন্দ্র বর্মন (পিমল,উপজেলা প্রতিনিধি:
ঢাকায় আন্দোলনরত শিক্ষক ও কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে কালাই উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক। তারা দ্রুত হামলাকারীদের শাস্তি ও ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১,৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি জানান।
পরে শিক্ষকরা বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের হাতে স্মারকলিপি প্রদান করেন।