সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ সাইফুল ইসলাম,বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো বালিয়াডাঙ্গীতে ও নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার (১৩ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বোর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে।
পরে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন। আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার কৌশলসহ বিভিন্ন বাস্তব পরিস্থিতির অনুশীলন তুলে ধরেন তারা।
দিবসটি উপলক্ষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও বাড়ছে।
দুর্যোগ এলেই মানুষের ভোগান্তির সীমা থাকে না। দুর্যোগের পূর্বপ্রস্তুতি যত বেশি হবে, ক্ষয়ক্ষতি তত কমানো সম্ভব।’‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’
দিবসটি উপলক্ষে পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও বাড়ছে।
দুর্যোগ এলেই মানুষের ভোগান্তির সীমা থাকে না। দুর্যোগের পূর্বপ্রস্তুতি যত বেশি হবে, ক্ষয়ক্ষতি তত কমানো সম্ভব।’

সম্পর্কিত