মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে মাদক ও পতিতালয় উচ্ছেদের দাবিতে মানববন্ধন

জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক ও পতিতালয় উচ্ছেদসহ দোষীদের আইনী শান্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিঘীপাড়া, বেগুনবাড়ি, লালকোপরা ও কলেজপাড়ার সচেতন এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতা, ছাত্রসহ এলাকার বাসিন্দারা এতে অংশ নেন। এতে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, প্রফেসর সারোয়ার জাহান মুকুল ও মোস্তাকিম আহমেদ লালচান,যুবদল নেতা
মোস্তাফিজুর রহমান সাগর,নজরুল ইসলাম, সাদিকুল ইসলাম মিরু,আজাহার মোন্না,পরেস কর্মকার, শাামিমসহ স্বানীয় ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ওই এলাকায় দীর্ঘদিন হতে মাদক বেচাকেনা হয়ে আসছে। এছাড়া ওই এলাকায় এক নারী পতিতালয় গড়ে তুলেছে। সেখানে বিভিন্ন স্থানের নারীকে এনে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এলাকাবাসি নিষেধ করা সত্ত্বেও তারা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। মানববন্ধনে বক্তারা আরোও বলেন, ওই এলাকার পতিতালয় পরিচালনাকারী সুন্দরীকে উচ্ছেদ ও আইনী শাস্তির দাবি জানান।

সম্পর্কিত