সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রৌমারীতে বিজিবির অভিযানে সীমান্তে মাদকসহ আটক-১

 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয় এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদকসহ একজন কে আটক করা হয়। রবিবার ১২ অক্টোবর দুপুরের দিকে রৌমারী উপজেলার উত্তর আলগারচর থেকে বাহারাম বাদশা নামের এক ব্যাক্তিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ উপজেলার বালিয়ামারী বিওপির সীমান্ত পিলার ১০৭২/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের পাহাড়তলী বাজার (পাগলা বাজার) নামক স্থান হতে ভারতীয় ইয়াবা-৪৭০ পিসসহ বাহারাম বাদশা (৩৫) কে আটক করতে সক্ষম হয়। আটক ব্যাক্তি রৌমারী উপজেলার উত্তর আলগারচর গ্রামের পিতা: ইছাব উদ্দিন ছেলে। আসামীসহ মাদকদ্রব্য চর রাজীবপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

সম্পর্কিত