ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি- চট্টগ্রামের পটিয়া উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি।চুরি,ছিনতাই,ডাকাতির ঘটনা দিন দিন বেড়ে চলছে । আতংকে কাটছে জনসাধারণ।
৫ই অক্টোবর রবিবার দুপুর ১২টায়।উপজেলার ভাটিখাইন ইউনিয়ন ৮নং ওয়ার্ডের দেবদুলাল ভট্টচায্যর স্ত্রী কৃষ্ণা চক্রবর্তী(৪৫)পটিয়া সদরে ছবুর রোড কাপড় কিনতে আসলে, এক ভদ্রলোক তাকে বলেন, আপনার ফিংগার প্রিন্ট নিয়ে আপনাকে বিনামূল্যে কিছু উপহার দেয়া হবে, ফিংগার প্রিন্ট নিতে গিয়ে তার সাথে থাকা কৌশলে ১ভরি স্বর্ণ ও ৪৪০০টাকা হ্যান্ডবেগ সহ প্রতারক চক্র চম্পট দেয়।
একই দিনে পৌরসভার ৫নং ওয়ার্ড সবজারপাড়া সকাল ৫টায় কক্সবাজার থেকে ফিরে সেকান্দর ঘরে ঢুকতে গিয়ে দেখেন,ঘরে কেউ না থাকার সুযোগে গ্যাস ওয়েলডিং দিয়ে দরজা ভেংগে ঢুকে সাড়ে ৫ভরি স্বর্ন, নগদ ৯হাজার টাকা ও বেশ মুল্যবান শাড়ি জিনিসপাতি সহ প্রায় ১৫লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাত হাবিলাসদ্বীপ ইউনিয়ন প্রবাসী আকবর সাগর স্বপরিবার শ্যালকের মেহেদীনুস্টান সেরে সকালে ঘরে ঢুকতে গিয়ে দেখেন যে চোর পিছনের দরজা ভেংগে ঢুকে শ্যালকের জন্য আনা বিদেশি ১০ভরি স্বর্ণ, নগদ ২লাখ টাকা ও ৪টি দলিল নিয়ে যায়।
জঙ্গলখাইন ইউনিয়ন কাদেরিয়া ছৈয়দিয়া তৈয়বিয়া খানাকা শরীফের তালা ভেঙে ঢুকে সৌরলাইটের ২টি বেটারী ২টি টাকা ভর্তি দানবাক্স, নগদ ২হাজার ৮শ টাকা চুরি করে নিয়ে যায়।
১অক্টোবর পৌরসভার ২নং ওয়ার্ড পল্লী মঙ্গল পুজো মন্ডপে মটররিক্সা ছিনতাই করতে না পেরে চালক সাখাওয়াত হোসেনকে ছুরিকাহত করে।
১০অক্টোবর শুক্রবার পৌরসভার ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী গ্রামে গৃহকর্মী তালা দিয়ে ডাক্তার কাছে যাবার সুযোগে জানালার গ্রীল কেটে ১ভরি স্বর্ণ নগদ ২হাজার টাকা নিয়ে যায়।
উপজেলায় দিন দিন চুরি, ছিনতাই,বেড়ে যাওয়া
স্হানীয় পৌরসভার ৯ওয়ার্ড আমিনুর রহমান খান বলেন,প্রতিমূহুত্বে কাটছে চরম আতংকে। চুরি, ছিনতাইয়ের আতংকে স্হানীয়রা রাতের ঘুম হারাম হয়ে যায়।ঘর ছেড়ে কোথাও যাবার সাহস পাচ্ছে না গৃহকর্তারা।
এব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত)যুযুৎসু যশ চাকমা বলেন,ঘটনাস্হল পুলিশ পরিদর্শন করেন, চুরির ঘটনা তদন্ত চলছে পুলিশ চোরদের গ্রেফতারের কাজ করছে।