রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

 রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি: প্রথমবারের মতো সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগরেও শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। রবিবার উপজেলা ১নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সুলতান, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান উপজেলার স্কুল পর্যায়ে ২৯,৫০৩ জন ছেলে-মেয়ে ও কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জন ছেলে-মেয়ে বিনামূল্যে এই টাইফয়েড টিকা পাবে। যারা বিভিন্ন ক্যাম্পেইনের সময় টিকা পাওয়া থেকে বাদ পড়বে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেে•র স্থায়ী কেন্দ্রে এসে এই টিকা গ্রহণ করতে পারবে। সবার সার্বিক সহযোগিতা নিয়ে পুরো কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ বদ্ধ পরিকর বলে তিনি জানান।

সম্পর্কিত