পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অস্ত্রোপচারের পর কৃষ্ণা রানী নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় “দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার” এর অপারেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ প্রদান করেছেন স্বাস্থ্য বিভাগ।
শনিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাৎক্ষণিক ভাবে অপারেশন থিয়েটার এর অপারেশন কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এর আগে অপারেশন এর মাধ্যমে কন্যা সন্তান প্রসবের ১২ ঘন্টা পর শারীরিক জটিলতা দেখা দিলে শুক্রবার (১০ অক্টোবর) রাত ৩টার দিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নীলফামারী এলাকায় কৃষ্ণা রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, কৃষ্ণা রানীর এ সিজারিয়ান অস্ত্রোপচারটি পরিচালনা করেন ক্লিনিকটির মালিক শহিদুল ইসলাম বাবুলের মেয়ে ডা. শিখা মনি।
ভুক্তভোগী পরিবারের দাবি, অস্ত্রোপচারের পর রাত ২টা পর্যন্ত কৃষ্ণা ক্লিনিকে শুয়ে ছিলেন এবং এসময় তিনি তীব্র বুক ধড়ফড় ও পায়ের ব্যথার কথা জানান। তাঁর শাশুড়ি কনিকা রানীর ভাষ্যমতে, চিকিৎসকের উপস্থিতি চাওয়া হলেও তখন কেবল নার্স এসে স্যালাইন ও ইনজেকশন দিয়ে চলে যান।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, “সিভিল সার্জনের নির্দেশে ক্লিনিকটির অপারেশন থিয়েটার তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয়েছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত কোনো ধরনের অপারেশন চালানো যাবে না। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।”
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ক্লিনিকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার চাইলে আইনগত পদক্ষেপ নিতে পারবে, স্বাস্থ্য বিভাগ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।