রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ডোমারের ভোগডাবুড়িতে জমি দখল নিয়ে সংঘর্ষে নারী ও শিশু গুরুতর আহত

স্টাফ রিপোর্টার,নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামে বিক্রিত জমি পুনরায় দখলের উদ্দেশ্যে বাঁশ রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১১ ই অক্টোবর) আনুমানিক সকাল ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০-২৫ বছর পূর্বে মোঃ আবু কালাম (পিতা মৃত ছলেমান আলী) স্থানীয় মোঃ রবিউল, মোঃ রেজাউল ও মোছাঃ আছমা বেগমের নিকট হতে সংশ্লিষ্ট জমিটি যথাযথভাবে ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি উক্ত বিক্রিত জমি পুনরায় দখলের উদ্দেশ্যে আওয়ামী লীগ সমর্থিত একটি গোষ্ঠী সেখানে বাঁশ রোপণ করলে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের অনুসারী মোঃ কারিমুল ইসলাম (পিতা সহিদুল ইসলাম), তার ভাই মোঃ মশিউর রহমান, জমিদাতা মোঃ রেজাউল ইসলাম, রবিউল ইসলাম, রশিদুল ইসলাম (পিতা মো. আবুল হোসেন), মোঃ লিটন (পিতা আ. রহমান) এবং সুমি আক্তারসহ একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে ও দলীয় প্রভাব খাটিয়ে নিরীহ ও অসহায় আবু কালামের বাড়িতে অতর্কিতে হামলা চালায়।

ঘটনার সময় জমির মালিক মোঃ আবু কালাম বাড়িতে অনুপস্থিত থাকায় হামলাকারীরা তার স্ত্রী মোছা. রাহিমা বেগম, স্কুলছাত্রী মেয়ে শিমু আক্তার এবং অপ্রাপ্তবয়স্ক পুত্র জিহাদকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা রাহিমা বেগমকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরেন এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান।

জমি সংক্রান্ত পূর্ববিরোধের প্রেক্ষিতে ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রেয়াজুল ইসলাম কালু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে একাধিকবার সালিশের মাধ্যমে মীমাংসার প্রচেষ্টা নেওয়া হলেও তা ব্যর্থ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মাইক্রোবাসে করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সম্পর্কিত