শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে গণমিছিল ও সমাবেশ

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’–এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদী রক্ষা আন্দোলন লালমনিরহাট আদিতমারী উপজেলার আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি প্রমুখ।

এ সময় যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাবু, যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল হক বান্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়া রনি, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম ও সদস্য সচিব আমির হামজা নান্নু উপস্থিত ছিলেন।

পরে সরকারি আদিতমারী মডেল স্কুল মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। গণমিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান। মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

উল্লেখ্য, নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলুর আহ্বানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে বিভিন্ন সময় নানা কর্মসূচি রংপুর বিভাগীয় বিএনপিসহ জনসাধারণ পালন করেছিলেন।

সম্পর্কিত