শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে এনসিপির নারী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তি কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সভা শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুড়িগ্রাম পৌর শহরের জেলার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মুকুল মিয়া।

জাতীয় নারী শক্তির কুড়িগ্রাম জেলা শাখার অন্যতম সংগঠক
নাসিরা খন্দকার নিসার নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেরিনা পারভিন, শামসুন্নাহার বেগম, আসমা বেগম মাহবুবা বেগম, নাজমা আক্তার নিলা, চামেলি আক্তার প্রমুখ।

সভায় শতাধিক নারী অংশগ্রহণ করেন এসময় নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার বিষয়ে আলোচনা করা হয়।

সম্পর্কিত