শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নেতৃত্বে এলো ছাত্রশিবিরের প্রার্থীরা

মোঃ মকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারীঃ

ভিপি পদে বিজয়ী হয়েছেন সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান। দৈনিক শিক্ষা সুত্রে এমনটি জানা গেছে ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিনেট ভবনে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং অফিসারের দেয়া তথ্যে জানা যায়—

ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পান ৩ হাজার ৩৮৯ ভোট এবং শামীম হোসেন পান ৩ হাজার ৮৮৪ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ জয়ী হন ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পান ৪ হাজার ৯৪৯ ভোট।

এজিএস পদে মহিউদ্দীন খান সর্বাধিক ১১ হাজার ৭৭২ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট, আর বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আশরেফা খাতুন পান মাত্র ৯০০ ভোট।

মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ফলাফল ঘোষণা শুরু হলেও, সাদিক কায়েমকে প্রায় সব হলেই বিপুল ভোটে এগিয়ে থাকতে দেখা যায়। শুধু জগন্নাথ হলে তিনি মাত্র ১০টি ভোট পান, সেখানে তার প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পান ১ হাজার ২৭৬ ভোট।

ভোটগ্রহণ হয় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মোট আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার ছিলেন ২০ হাজার ৯১৫ জন।

এবার ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়েছেন আরও ১ হাজার ৩৫ জন। সব মিলিয়ে একজন শিক্ষার্থীকে ভোট দিতে হয়েছে মোট ৪১টি পদের জন্য।

সম্পর্কিত