নিজস্ব প্রতিবেদকঃ
গত ০২ আগস্ট ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর পন্ডিতপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একই এলাকার মাদক কারবারি মোঃ সাইফুল ইসলাম (২৮) কে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর পন্ডিতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।