নিজস্ব প্রতিনিধি: মোঃ মাইনুল ইসলাম
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সিনিয়র নার্স নাবিলা আক্তার, ইন্টার্ন নার্স মরিয়ম আক্তার এবং ওয়ার্ড বয় মোঃ আজিজুল ইসলাম সম্প্রতি ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসায় ভাসছেন।
চিকিৎসক সমাজ ও হাসপাতাল সেবার প্রতি সাধারণ মানুষের মাঝে যে ভ্রান্ত ধারণা ও অনাস্থা গড়ে উঠেছে, তা ভাঙতেই তারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত নেন। এই উদ্যোগ গ্রহণের আগে তারা বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করেছেন।
তারা বলেন, “মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছেই খুব ভালো লাগে। যদিও এতে আর্থিকভাবে কিছুটা ক্ষতি হয়, তবুও যে মানসিক প্রশান্তি ও আত্মতৃপ্তি পাওয়া যায়, তা কোনো অর্থমূল্যে পরিমাপযোগ্য নয়।”
সিনিয়র স্টাফ নাবিলা আক্তার বলেন, “আমি মনে করি, নবীন-প্রবীণ সব চিকিৎসকের জন্য এ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ বার্তা। বিশেষজ্ঞ অনেক চিকিৎসক আমাদের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন।”
তাদের এ ব্যতিক্রমী মানবিক কাজ শুধু বিনামূল্যে সেবা নয়, বরং একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন — যার ভিত্তি ভালোবাসা, সহমর্মিতা এবং সেবার মনোভাব। তারা শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করছেন না, বরং একটি সমাজিক বার্তা ছড়িয়ে দিচ্ছেন — চিকিৎসা সেবা হতে পারে নিঃস্বার্থ ভালোবাসারই এক রূপ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই তিনজনের সেবামূলক পদক্ষেপ দেশের চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত অন্যান্যদের জন্য এক উদাহরণ হয়ে উঠেছে।