আব্দুর রাজ্জাক শাওনঃবকশীগঞ্জ গার্লস স্কুলের ছাদ থেকে লাফ দেওয়া শিক্ষার্থীর অবস্থা আশংকাজনক। শিক্ষার্থী জামালপুর জেলার বকশিগঞ্জ এলাকার বাবু এর মেয়ে সাথী আক্তার আলো। আলো এর চিকিৎসার জন্য আনুমানিজ তিন লক্ষ টাকার প্রয়োজন। তার পিতা একজন রিকশা চালক বাবার পক্ষে এত টাকা চিকিৎসার জন্য ব্যায় করা সম্ভব নয়। স্বপ্ন কুঁড়ি ব্লাড ডোনার সোসাইটি প্রতিষ্ঠাতা মোঃ আমিনুল ইসলাম জানান আমরা সবাই চাইলে একজন শিক্ষার্থীর জীবন বাঁচাতে পারি। আমাদের অল্প সাহায্য একজন শিক্ষার্থী চিকিৎসা করাতে পারবে। আপনাদের যাদের সামর্থ্য এগিয়ে আসবেন।স্বপ্ন কুঁড়ি ব্লাড ডোনার সোসাইটি যে সদস্যরা আর্থিক সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেনঃ-স্বপ্ন কুড়িঁ ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ আমিনুল ইসলাম,রানিগঞ্জ,জগন্নাথপুর। স্বপ্ন কুড়িঁ ব্লাড ডোনার সোসাইটি পরিবারের কেন্দ্রীয় দাতা সদস্য এমএ সামাদ, সিলেট।স্বপ্ন কুড়িঁ ব্লাড ডোনার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সদস্য আজমল হোসেন,রানিগঞ্জ,জগন্নাথপুর। কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সোহাগ, সিলেট। স্বপ্ন কুড়িঁ ব্লাড ডোনার সোসাইটি হবিগঞ্জ জেলার সভাপতি আবুল মহসিন রায়হান,নবীগঞ্জ,হবিগঞ্জ। স্বপ্ন কুড়িঁ ব্লাড ডোনার সোসাইটি সুনামগঞ্জ জেলার সদস্য আনহার হোসেন,রানিগঞ্জ,জগন্নাথপুর।
আলো বর্তমানে চিকিৎসা স্থান হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ল্যাবরেটরি মেডিসিন বিভাগ জাতীয় ট্রমাটোলজি এবং অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট (NITOR)। শের- ই- বাংলা নাগর, ঢাকা- 1207, বাংলাদেশ। ইমেইল: labmed.nitor@gmail.com।ওয়েব:www.nitorbd.org।ফোন: ৫৫০৫৮৯৩৮।
সাথী আক্তার আলোকে আপনিও সাহায্য করতে পারেনঃ-
আহমেদ সাকিব +880 1601-978194
স্বপ্ন কুড়িঁ ব্লাড ডোনার সোসাইটি ঢাকা বিভাগের প্রচার সম্পাদক











