বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার জঙ্গলবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নবীরুজ্জামান এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষক মোঃ নবীরুজ্জামান পত্র শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবত তার নির্দেশে পরীক্ষার ফি ৫০/টাকা,ভর্তি ফি ২০/টাকা এবং প্রত্যয়নপত্র বাবদ ১০০/ টাকা থেকে শুরু করে এর অধিক টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষক সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে পরীক্ষার ফি, ভর্তি ফি প্রত্যয়নপত্রসহ বিভিন্ন কৌশলে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে আসছেন দীর্ঘদিন যাবত এ যেন দেখার কেউ নেই। শুধু তাই নয় গত বৃহস্পতিবার জানতে পাওয়া যায় যে সহকারী শিক্ষা অফিসারের নির্দেশে জঙ্গলবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরাতন বই বিক্রি করার সিদ্ধান্ত নেন। এই বিষয়টি বিডি মেঘনা নিউজের সাংবাদিক এর কাছে তথ্য আসে যে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুরাতন বই রবিবারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে যশোর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার অমিত কুমার বিশ্বাসকে ফোনে প্রশ্ন করলে তিনি বলেন আমাকে বৃহস্পতিবার প্রধান শিক্ষক ফোনে পুরাতন বই এর বিষয় বলেছিলেন পরে সে এই পুরাতন বই কি করেছেন, প্রধান শিক্ষকের সাথে কথা বলে বিষয়টা জানার চেষ্টা করছি। আজ মঙ্গলবার (১৫জুলাই) বিকালে প্রধান শিক্ষকের সাথে ফোনে কথা বলা হয় তাঁকে প্রশ্ন করা হয় সে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে পরীক্ষার ফি, ভর্তি ফি, এবং প্রত্যয়ন পত্রের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে যে টাকা নিয়েছেন তা সঠিক কিনা জানতে চাইলে তিনি স্বীকার করেন সে বিভিন্ন পরীক্ষার সময় পরীক্ষা ফি বাবদ টাকা নিয়েছেন। স্টোর রুমের ভিতরে বেশ কিছু বস্তায় পুরনো বই সংরক্ষিত করে রেখেছিলেন সেই বই স্কুল থেকে রবিবারে সরিয়ে ফেলার চেষ্টা করেন পরে সাংবাদিকদের কাছে ফোন আসলে সাথে সাথে সহকারী শিক্ষা অফিসারকে জানানো হয়। সরকারী শিক্ষা অফিসার অমিত কুমার বিশ্বাস, পরে প্রধান শিক্ষককে ফোন দিয়ে বয়ের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু না বলে অনেক পুরনো বই পরে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণের কথা বলেন।

সম্পর্কিত