বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর ছুঁড়ে নৃশংসভাবে হত্যা ও লাশের উপর উন্মাদ নৃত্যের প্রতিবাদে কুড়িগ্রামে গতরাত ১০ টায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখা। মিছিলটি কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে বের হয়ে শহরেরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্রসংসদের জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু ও এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া।

বক্তরা বলেন, চাঁদাবাজদের কোন দল নেই, মত নেই, অবিলম্বে তাদের রুখে দিন। চাঁদাবাজি করার জন্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়নি। যারা মিডফোর্ডে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে তাদের অবিলম্বে ফাঁসি কার্যকর করুন। এই বর্বরতা জাহেলি যুগকেও হার মানিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মাসুম মিয়া, মাহমুদুল হাসান জুয়েল, ছাত্রসংসদ নেতা খন্দকার আল ইমরান প্রমুখ।

সম্পর্কিত