বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ আটক ৪

 

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার, গোবিন্দগঞ্জ:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।

৪ জুলাই দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানটি চলে পুরো রাতব্যাপী। অভিযান শেষে আটক করা হয় সুদারু আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন নামের চার অপরাধীকে, যাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অভিযানে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ এবং একটি নকল পিস্তল।

সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় জনসাধারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম অভিযান ও আটক বিষয়টি নিশ্চিত করেছেন। আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত