সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মহিলা জ্যোৎস্না বেগম (৭২) মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শামসু মাতুব্বর পাড়ার মৃত জলিলের স্ত্রী। এসময় মোটরসাইকেল চালক মোঃ রফিক মিয়া (৩০) গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।

বুধবার (০৪ জুন) বিকেল সোয়া ৫টার সময় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ক্যানেলঘাট নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার (ওসি) মোঃ শামীম শেখ বলেন, (ঢাকা মেট্রো-ল- ৪৬-৪২৬২) নম্বরের একটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে ধাক্কা দিলে পথচারী জ্যোৎস্না বেগম (৭২) ও মোটরসাইকেল চালক মোঃ রফিক মিয়া (৩০) গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। উভয়কে উদ্ধার পূর্বক গোয়ালন্দ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পথচারী মহিলাকে মৃত ঘোষণা করেন এবং মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত