বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাঘাটায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে তিন জনের মৃ*ত্যু

সাঘাটা (গাইবান্ধা )প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সাঘাটায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর অনুমান ২ টার দিকে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কামালেরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৬), একই গ্রামের মৃত্যৃ সাহেব মিয়ার ছেলে আফজাল হোসেন (৬৫)একরামুল হকের ছেলে মোশারফ হোসেন (২৬)। নিহতদের পারিবারিক সূত্র জানা যায় মিলম মিয়া তার ঘরের উপরে ময়লা পরিষ্কার করার জন্য উঠার সময় শর্ট সার্কিট হয়ে মিলন মিয়ার টিনশেড ঘরের বেড়ায় বিদ্যুতারিত হয়ে ছিল। তিনি দুপুর অনুমান ২ টার সময় ঘরের উপরে উঠার সময় মিলন মিয়া বিদ্যুৎ পুষ্ট হয় তাকে বাঁচাতে গিয়ে আফজাল হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে মিলনের শরীরের উপরে পরে যায়। উভয়কে বাঁচাতে গিয়ে মোশারফ হোসেনও বিদ্যুৎপৃষ্ট হয় । পরে স্থানীয় লোকজন তিন জনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩ জনকেই মৃত ঘোষণা করেন। বিদ্যুৎপৃষ্ঠে হয়ে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশাহ আলম। তিনি মুঠোফোনে বলেন, এই মুহূর্তে আমি ঘটনাস্থলে আছি। কিভাবে ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

সম্পর্কিত