শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় উপজেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আয়নাল হক গ্রেফতার হয়েছে। গ্রেপ্তার আয়নাল উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক এর দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১২ মে) দুপুর আড়াইটায় সাড়ে দেবীগঞ্জ পৌর বাজারের তার নিজ কাপড়ের দোকান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। আয়নাল হক উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা কামাত পাড়া গ্রামের মৃত দুদুমিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক ১৮ অক্টোবর ৪২ জনের নাম উল্লেখসহ ১২০০ জনকে অজ্ঞাত আসামী করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঐ হামলায় জড়িত থাকার অভিযোগে মামলার অন্যতম আসামী হিসেবে আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে (মঙ্গলবার) গ্রেপ্তার আয়নালকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল হক উপজেলা যুবলীগের সভাপতি ফরিদ হাসান স্বপন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠুর ঘনিষ্ঠ সহকারী থাকায় ৫ আগষ্ট পূর্ববর্তী সময়ে দুর্দান্ত প্রতাপে চলাফেরা করতেন এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন।

সম্পর্কিত