সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্বসুরের জানাজা থেকে ফিরে এসে দেখলেন বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুল করিম নামে এক কৃষকের ঘর-বাড়ি, গবাদিপশু সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার ছেলে রাসেল ইসলাম।

সোমবার (৫ মে) রাত ৮টার দিকে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বড়বাসা এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার কৃষক আব্দুল করিমের শ্বশুরের মারা যান। তাই আব্দুল করিম পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যায় তার ছেলে রাসেল ইসলাম টাঙ্গাইল থেকে ফিরে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ ঘরের বিদ্যুৎ চলে গিয়ে পুনরায় আসার পর তিনি বাহিরে ধোঁয়া দেখতে পান। বাইরে বের হয়ে দেখতে পান, গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাসেল ইসলাম গরু ও ছাগল বের করার চেষ্টা করলে আগুনে পুড়ে আহত হন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এতে রান্নাঘর বাদে বাকি সব ঘরই পুড়ে যায়।

এবিষয়ে আহত রাসেল ইসলাম বলেন, একটা গরু আর তিনটা ছাগল বের করতে পারলেও দুটি গরু পুড়ে মারা গেছে। ধান, চালসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গরু বের করতে গিয়ে আগুনে আমার হাত পুড়ে গেছে।

এদিকে ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

সম্পর্কিত