নিজস্ব প্রতিবেদকঃ
সহকারী শিক্ষক ঐক্য করি,সুশিক্ষিত সমাজ গড়ি।এই সোলগানে কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক কমিটির ২০২৩-২০২৪ সালে যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন খন্দকারের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ উলিপুরের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সদস্য সচিব জোবায়দুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী।
শিক্ষক সমাজ উলিপুরের আহ্বায়ক রাকিবুল হাসান রাশেদ এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উলিপুর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার।উলিপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার, ইসাহাক আলী ও জাকির হোসেন। প্রাথমিক শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার হোসাইন আহমেদ হিজল।কুড়িগ্রাম জেলা শিক্ষক সমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম। ১নং আহ্বায়ক মামুনুর রশীদ লিটন,সদস্য আব্দুল্লাহ আল মুকিতসহ শিক্ষক সমাজ উলিপুরের আহ্বায়ক ও সাধারণ কমিটিবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষ এক মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।










