বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর পাংশায় পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি :রাজবাড়ীর পাংশা থেকে ১ টি দেশীয় পাইপগান, ২ টি তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।

রবিবার (২০ এপ্রিল) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।

তিনি বলেন, রবিবার ভোর রাত সাড়ে ৪ টায় র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ অভিযানে পাংশা উপজেলার গঙ্গানন্দাদিয়া এলাকা থেকে ১ টি দেশীয় পাইপগান ও ২ টি তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত