শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিনতাই!

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিতেশ গাঙ্গুলী (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বনানী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সামনে এ ঘটনা ঘটে।
আহত নিতেশ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া গ্রামের মৃত নিত্যানন্দের ছেলে। তিনি রেনজিট এগ্রো সাইন্স লিঃ এর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিতেশ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী তার গতিরোধ করে।এসময় তারা নিতেশ কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুপুর ১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে

সম্পর্কিত